Posts

Aparna Das

Image
Communication Faculty at Swami Vivekananda Group of Institute

Start Writing

"You can always edit a written page not blank page. So, start writing no matter what"

Your Simplicity To My Eyes

Image
Your Simplicity To My Eyes Your Simplicity To My Eyes By: Aparna Das Date: 2.3.2019 I don't know who you are  Where do you live  I just know you are simple  Your simplicity to my eyes like sunshine  If you want I can be the cloud  Whenever you feel tired  You can take rest in my shade  Of course, I have feelings  I have emotions  Sometimes I was crying in front of you  Your softness make me sober than I was I like to be an ink of your pen So, that I can see you when you write  I like to walk with you on the foggy grass          Long way.......................                  

জোনাকি/Firefly Insects

Image
জোনাকি নাম: অপর্ণা দাস তারিখ: ২২.১.২০১৯ কলেজ থেকে বাড়ি ফেরার পথে কালিতলা থেকে অটোর পিছনে মাঝের সিটে বসেও আজ কেমন যেন বেশ শীত শীত করছে। এই রে শরীর ঠিক আছে তো? কপালে হাত ঠেকিয়ে দেখলাম, না সে রকম তো কিছু মনে হচ্ছে না. কি যা তা   সব ভাবছি। সবে দু'দিন হলো পুজোর ছুটি   কাটলো, ১৪ দিনের ছুটিতে জাস্ট হাঁপিয়ে উঠেছিলাম। আর কোনও আলসেমি না এবার কাজে মন দিতে হবে। পুজোর ছুটির একদিন আগেই তো প্রিন্সিপাল স্যার আমাদের প্রত্যেক ফ্যাকাল্টিকে   সিলেবাস রেডি করে রাখতে বলেছেন, আজ যত রাতই হোক সিলেবাসটা একটু এডিট করে কাল ফার্স্ট হাফে স্যারকে মেইল করে দেবো। হঠাৎ অটোওয়ালা ব্রেক কষে বললো, আজ মামার বাড়ি যাবেন নাকি? অটো স্ট্যান্ড যে পাড়ায় সেখানেই আমার   দাদু-দিদার বাড়ি আর অটোওয়ালা আমার পূর্ব পরিচিত।   অটোওয়ালার প্রশ্নে প্রথমে একটু হকচকিয়ে গেলেও প্রত্যুত্তরে বললাম, না না দিদাকে দেখতে   পুজোতেই একদিন গেছিলাম। কথা শেষ হতে না হতেই দেখলাম আমার গন্তব্যে পৌঁছে গেছি। পাড়ার মোড়ে অটো থেকে নেমেই একবার মোবাই লে চোখ রাখলাম। ৬টা পাঁচ। বাঁ - দিকে শনি মন্দিরে তাকিয়ে প্রণাম ...

গাছ লাগাও/Save Trees

Image
Save Trees গাছ লাগাও অপর্ণা দাস তারিখ : ৩ . ১০ . ২০১৮ আজ আনন্দবাজার পত্রিকায় পুলক লাহিড়ীর নিবন্ধ ' ওরাও তো পাড়ার লোক ' ( ৩ . ১০ . ২০১৮ ) পড়ে চোখের সামনে ভেসে উঠলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা '' আরণ্যক উপন্যাসের প্রধান চরিত্র সত্যচরণের কথা । সত্যচরণ উপন্যাসের প্রধান চরিত্র তথা গল্পের মূল কথক । যিনি কর্মসূত্রে বেশ কয়েক বছর ঘন অরণ্যে দিনযাপন করেছেন , পরতে পরতে প্রকৃতিকে অনুভব করেছেন , স্পর্শ করেছেন এবং এক সময় চোখের সামনে প্রকৃতিকে ধ্বংস হতে দেখে মনে মনে প্রচন্ড আঘাত পেয়েছিলেন , তার সীমিত ক্ষমতায় তৎকালীন সময়ে এর বেশি কিছু করারও ছিল না বোধ হয় । আজ পুলক লাহিড়ীর নিবন্ধটি পড়ে মনে হলো ঠিক একই রূপে আমার চারপাশেও তো রোজ অহরহ নির্বিচারে কত গাছপালা কেটে ফেলা হচ্ছে আর আমি নীরব দর্শকের ন্যায় সবকিছু চাক্ষুষ করছি আর গোগ্রাসে   গিলছি ! আমরা যারা শিক্ষিত , সংবেদনশীল মানুষ বলে নিজেদের দাবি করি , তারা কি একবার ও এ বিষয় নিয়ে সরব হয়েছি ? প্রতিবাদ করেছি ? সুব...

Whenever I feel down

Image
Whenever I feel down in life Zindagi mein aur kya chahiye..!!! By: Aparna Das Date: 5.8.2018 Whenever I feel down in life... I just open my mobile phone: Then I login my face book and Gmail account. I find on face book: Unknown, unexpected 2-3 person sent me for a friendship  request; some friends filled messaging inbox by sending some rumor news link. That's totally unexpected to me . Anyway, this is Face book, so let's come to the Gmail account . In Gmail account  I find:  10-12 companies have best jobs for me. Dr. Batra & Keya Seth has claimed that they will cure my hair fall & skin problems. I have won more than lakh rupees for no reasons.    2-3 banks are giving me easy loan (Which I have tried many times before and I did not  get it). 3-4 universities are giving me degrees in random subjects. Approx 7-8 emails from Raj, Rahul, Imon and David who are feeling lonely and desperately want to meet m...