গাছ লাগাও/Save Trees

Save Trees

গাছ লাগাও
অপর্ণা দাস
তারিখ:.১০.২০১৮

আজ আনন্দবাজার পত্রিকায় পুলক লাহিড়ীর নিবন্ধ 'ওরাও তো পাড়ার লোক' (.১০.২০১৮) পড়ে চোখের সামনে ভেসে উঠলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ''আরণ্যক উপন্যাসের প্রধান চরিত্র সত্যচরণের কথাসত্যচরণ উপন্যাসের প্রধান চরিত্র তথা গল্পের মূল কথক যিনি কর্মসূত্রে বেশ কয়েক বছর ঘন অরণ্যে দিনযাপন করেছেন, পরতে পরতে প্রকৃতিকে অনুভব করেছেন, স্পর্শ করেছেন এবং এক সময় চোখের সামনে প্রকৃতিকে ধ্বংস হতে দেখে মনে মনে প্রচন্ড আঘাত পেয়েছিলেন, তার সীমিত ক্ষমতায় তৎকালীন সময়ে এর বেশি কিছু করারও ছিল না বোধ হয় আজ পুলক লাহিড়ীর নিবন্ধটি পড়ে মনে হলো ঠিক একই রূপে আমার চারপাশেও তো রোজ অহরহ নির্বিচারে কত গাছপালা কেটে ফেলা হচ্ছে আর আমি নীরব দর্শকের ন্যায় সবকিছু চাক্ষুষ করছি আর গোগ্রাসে  গিলছি!

আমরা যারা শিক্ষিত, সংবেদনশীল মানুষ বলে নিজেদের দাবি করি, তারা কি একবার বিষয় নিয়ে সরব হয়েছি? প্রতিবাদ করেছি? সুবিচার চেয়ে পথে নেমেছি? নামিনকারণ আমরা প্রকৃতির ধ্বংসটাকে আমাদের দৈনন্দিন জীবনে কোনো না কোনো ভাবে স্বাভাবিক বলেই মেনে নিয়েছ আমাদের কিছুই আসে যায় না!

Comments

Popular posts from this blog

Visit Sundarban

Stay hungry, Stay innovativE