জোনাকি/Firefly Insects
জোনাকি নাম: অপর্ণা দাস তারিখ: ২২.১.২০১৯ কলেজ থেকে বাড়ি ফেরার পথে কালিতলা থেকে অটোর পিছনে মাঝের সিটে বসেও আজ কেমন যেন বেশ শীত শীত করছে। এই রে শরীর ঠিক আছে তো? কপালে হাত ঠেকিয়ে দেখলাম, না সে রকম তো কিছু মনে হচ্ছে না. কি যা তা সব ভাবছি। সবে দু'দিন হলো পুজোর ছুটি কাটলো, ১৪ দিনের ছুটিতে জাস্ট হাঁপিয়ে উঠেছিলাম। আর কোনও আলসেমি না এবার কাজে মন দিতে হবে। পুজোর ছুটির একদিন আগেই তো প্রিন্সিপাল স্যার আমাদের প্রত্যেক ফ্যাকাল্টিকে সিলেবাস রেডি করে রাখতে বলেছেন, আজ যত রাতই হোক সিলেবাসটা একটু এডিট করে কাল ফার্স্ট হাফে স্যারকে মেইল করে দেবো। হঠাৎ অটোওয়ালা ব্রেক কষে বললো, আজ মামার বাড়ি যাবেন নাকি? অটো স্ট্যান্ড যে পাড়ায় সেখানেই আমার দাদু-দিদার বাড়ি আর অটোওয়ালা আমার পূর্ব পরিচিত। অটোওয়ালার প্রশ্নে প্রথমে একটু হকচকিয়ে গেলেও প্রত্যুত্তরে বললাম, না না দিদাকে দেখতে পুজোতেই একদিন গেছিলাম। কথা শেষ হতে না হতেই দেখলাম আমার গন্তব্যে পৌঁছে গেছি। পাড়ার মোড়ে অটো থেকে নেমেই একবার মোবাই লে চোখ রাখলাম। ৬টা পাঁচ। বাঁ - দিকে শনি মন্দিরে তাকিয়ে প্রণাম ...