Posts

Showing posts from July, 2018

রাস্তার কুকুর/Street Dog

Image
চোখের সামনে কাউকে অসুস্থ দেখলে দেরি কোরো না রাস্তার কুকুর নাম: অপর্ণা দাস   তারিখ: ১৮ . ৭ . ২০১৮ কলেজ থেকে ফিরে খাওয়াদাওয়া সেরে সবে খবরের কাগজটা পড়বো বলে মুখের সামনে ধরেছি এমন সময় বাড়ির পিছনের রাস্তায় স্বজোরে একটা ঢিল পড়ার আওয়াজ কানে এলো । আর ঠিক এর পর পরই শুনতে পেলাম এক মহিলা কণ্ঠস্বর , চিৎকার করে কাওকে কিছু বলছেন । থাকতে না পেরে বাড়ির মেইন গেটের সামনে গেলাম . গিয়ে দেখলাম যিনি চিৎকার করছেন তিনি সম্পর্কে আমার এক আত্মীয় হন । জিজ্ঞাসা করলাম , কি হয়েছে , আর একটু আগে ঢিলটা কি আপনিই ছুড়লেন ? উত্তরে আমার ওই আত্মীয়া রাগে গড়গড় করতে করতে বললেন , দেখ না ওই পাজি বদমাশ কুকুরটার জ্বালায় আমার ছেলে - মেয়েগুলো রাস্তা পাড়াপাড় হতে পারছে না । আমি একটু অবাক হয়েই বললাম , কোন কুকুরটা ? উত্তরে ভদ্র মহিলা হাত উঁচিয়ে বললেন , ওই তো তোদের ঘরের পিছনের দিকটায় একটু ভালো করে দ্যাখ দেখতে পাবি । আমি হন্তদন্ত হয়ে গিয়ে দেখলাম একটি রোগা পাতলা , গায়ের রং সাদাকালো ডোরাকা...