Posts

Showing posts from June, 2018

অমল আছে

Image
অমল আছে অপর্ণা দাস তারিখ : ১৭.৬ . ২০১৮ একে তো জৈষ্ঠ্য মাস , মাথার ওপর আগুন । এদিকে আবার অফিস যাবার তারায় ব্যাগে জলের বোতলটা নিতে আজ একদম ভুলে গেছি । মেট্রো স্টেশনে ঢোকার মুখে নিতাইকাকুর মুদি স্টোর্স থেকে একটা ৫০০ মিলিগ্রাম জলের বোতল কিনে সবে জল খাচ্ছি এমন সময় হাত ঘড়ির দিকে চোখ গেল । হাত ঘড়িতে চোখ পড়তেই দেখলাম ৯টা ১০ মিনিট । কোনো রকমে এক ঢোক জল খেয়ে বোতলের মুখটা বন্ধ করে ব্যাগে ঢোকালাম । কলকাতার একটি মাল্টি ন্যাশনাল কোম্পানীতে কনটেন্ট    রাইটারের  চাকরি করি । ঝড় বৃষ্টি যাই হোক ডট সাড়ে   ৯টা থেকে ৯টা ৩৫ মিনিটের মধ্যে অফিসে ঢুকতে হবে । তিনদিন পর পর এক মিনিটও দেরি করলে অতি নিষ্ঠুরের মতো একদিনের স্যালারী কেটে নেবে । এসব হাজার উত্পটাং চিন্তারা   যখন   মাথার মধ্যে সাঁই সাঁই করে ঘুরছে  ঠিক  এমন সময় চোখে পড়লো কবি নজরুল মেট্রো স্টেশনে মেট্রো ঢুকছে । দেরি হলেও স্টেশনে মেট্রো ঢুকতে দেখে একটুও খুশি হয়নি , তার একটা...